English Version

বুধবার, জুন ২৮, ২০১৭


শীর্ষ খবর

অর্ধেক পোশাক কারখানার শ্রমিক ঈদ বোনাস পাননি

অর্ধেকের বেশি পোশাক কারখানার শ্রমিক সোমবার পর্যন্ত ঈদ বোনাস বা উৎসব ভাতা পাননি। যদিও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ প্রতিশ্রুতি দিয়েছিল, ২০ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের ভাতা দেওয়া হবে। তবে প্রতিবছরের মতো এবারও কারখানা মালিকেরা বিজিএমইএর কথা মানলেন না। অবশ্য সংগঠনটির সদস্য নয় এমন কারখানাও রয়েছে ভাতা না দেওয়ার তালিকায়।

শুক্র ও শনিবার যেসব এলাকায় ব্যাংক খোলা

পবিত্র ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে আগামী শুক্রবার অর্ধদিবস ও শনিবার পূর্ণদিবস নির্দিষ্ট কিছু তফসিলি ব্যাংকের কার্যালয় খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে গতকাল মঙ্গলবার বিষয়টি জানিয়েছে।

বিশ্বে তুলা উৎপাদন বাড়বে ৮.২ শতাংশ

বিশ্বে তুলা উৎপাদন বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি সংস্থা ইউএসডিএ। সংস্থার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, ২০১৭-১৮ মৌসুমে বিশ্বে তুলা উৎপাদন হবে ১১৪.৭ মিলিয়ন বেল, যা আগের পূর্বভাসের চেয়ে প্রায় ১.৩ শতাংশ বেশি।